সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
সংসদীয় কমিটির বৈঠক

পেট্রোবাংলার কার্যক্রমে নজরদারি বৃদ্ধির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রাকৃতিক গ্যাসসহ খনিজ সম্পদের মজুদ ও অনুযায়ী যথাসম্ভব সর্বোচ্চ পরিমাণ গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে পেট্রোবাংলা ও এর অধীনস্থ  কোম্পানিসমূহের কার্যক্রমে নজরদারি বৃদ্ধি ও স্বচ্ছতার সঙ্গে সব কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বাপেক্সকে আরও শক্তিশালী করার পরামর্শ দেয় কমিটি। 

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ,  মো. আলী আজগার, এস, এম, জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর এবং খালেদা খানম বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি দেশে প্রচলিত খনিজ সম্পদের বাইরে অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করার লক্ষ্যে গবেষণা ও অনুসন্ধান  জোরালো করার সুপারিশ করে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর