সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ত্রাণের নামে চাঁদাবাজি নেতা-কর্মীদের সতর্ক করল জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

বন্যার ত্রাণের নামে চাঁদাবাজির বিষয়ে জাতীয় পার্টির নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। গতকাল জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসিউর রহমান রাঙ্গার ছবি ব্যবহার করে চক্রটি একটি ফেসবুক আইডি খুলে ত্রাণের নামে দেশ-বিদেশে টাকা চাচ্ছে। এছাড়া ০১৫৩২-৩৭৮২৮১ নম্বর থেকে ফোন করে নিজেকে জাতীয় পার্টির মহাসচিবের এপিএস পরিচয় দিয়ে ত্রাণের নামে চাঁদাবাজি করছে। কেউ ত্রাণের জন্য অনুদান দিতে চাইলে অবশ্যই অফিসে এসে রসিদ গ্রহণের মাধ্যমে অনুদান দিতে অনুরোধ জানানো হয়। এছাড়া প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর