রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদাকে বন্দী রাখা অন্যায় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে এভাবে বন্দী করে রাখা সরকারের ভয়ঙ্কর অন্যায় হয়েছে। তিনি বলেন, বেগম জিয়াকে মিথ্যা একটা প্রহসনমূলক মামলায় জেলে আটকে রাখা হয়েছে। তিনি অনেক অসুস্থ। কিন্তু তাকে পরিপূর্ণ চিকিৎসাটুকুও দেওয়া হচ্ছে না। বার বার তার জামিন আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার বলছে, তারা তার জামিনের ব্যাপারে হস্তক্ষেপ করছে না। আসলে সরকার চায় না ম্যাডাম মুক্তি পাক। শনিবার গুলশানে ডিএনসিসি মার্কেটে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এডিস মশা নির্মূলে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, এখন যে ওষুধ দিচ্ছে তাতে তো মশা মরছে না। ওই ওষুধে মশা শান্তির ঘুম ঘুমায়, পাঁচ মিনিট পরেই আবার মশা জাগ্রত হয়ে কামড়  দেয়। এটা মশা মারার ওষুধ নয়, এটা মশাকে সমায়িকভাবে ঘুম পাড়ানোর ওষুধ।

ঈদযাত্রায় মানুষজনের দুর্ভোগ সম্পর্কে রিজভী আহমেদ বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় ও মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আজকে স্টিমার ঘাটে, লঞ্চঘাটে ভয়ঙ্কর ভিড়, আরিচা ঘাটে ৪০ কিলোমিটার, ২৫ কিলোমিটার দীর্ঘ লাইন, ভয়ঙ্কর যানজট। এক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে, দুর্বিপাকের মধ্যে এই দেশ অতিবাহিত করছে। রিজভী আহমেদ বলেন, আসলে সামগ্রিকভাবে দেশের কোনো উন্নয়ন হয়নি, পকেটের উন্নয়ন হয়েছে, ভ্যানিটি ব্যাগের উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত লাভের উন্নয়ন হয়েছে। ক্ষমতাসীনদের ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন হয়েছে, বিদেশে তাদের বাড়িঘরের উন্নয়ন হয়েছে। কিন্তু জনগণ যে তিমিরে ছিল, যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারেই পড়ে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর