বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাড়ির ছাদে মশার লার্ভা লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে একটি বাড়ির ছাদ নোংরা থাকায় এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবনের কেয়ারটেকারকে সাত দিনের কারাদন্ড  দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের  নেতৃত্বে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়।

ডিএনসিসি সূত্র জানায়, বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়।

এসব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। ঈদুল আজহার ছুটির পর ডেঙ্গু ইস্যুতে এটিই ডিএনসিসির প্রথম ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম।

সর্বশেষ খবর