রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিনদিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা কিশোরকে উদ্ধার

কলকাতা প্রতিনিধি

তিনদিন ধরে গভীর সমুদ্রে ভেসে থাকার পর এক বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধারকৃত কিশোর জানিয়েছে তার নাম ইমরান খান, পিতা ইসমাইল খান। বাড়ি বাংলাদেশের পাথরঘাটা এলাকার ঘোরানি গ্রামে। ইমরানের বয়স আনুমানিক ১৩ বছর। জানা গেছে, দিন কয়েক আগে ১২ জন মৎস্যজীবীর সঙ্গে ইমরান একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর মাঝ সমুদ্রে একদল জলদস্যুর ট্রলারে হামলা চালায়। তারা মৎস্যজীবীদের মাছের জাল কেটে দেয়। এ সময় প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন সমুদ্রে ঝাঁপ দেন। তার মধ্যে এই কিশোরও ছিল। সেই থেকে টানা তিনদিন ধরে পানির ওপর ভাসছিল সে। গতকাল মাঝ সমুদ্রে ওই কিশোরকে ভাসতে দেখেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা।

 তারাই কিশোরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। সে বর্তমানে রায়দিঘি থানা পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বশেষ খবর