বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ডেনিম এক্সপোর সেমিনারে অভিমত

বদলে যাওয়া বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এখন অনেক অগ্রসর। অথচ বদলে যাওয়া বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হচ্ছে না। পোশাক শিল্পের টেকসই উন্নয়নে এখনো ইমেজ সংকটই সবচেয়ে বড় বাধা। গুগলে বাংলাদেশের পোশাক নিয়ে কিছু জানতে চাইলে রানা প্লাজা দুর্ঘটনার চিত্রই আগে দেখানো হয়। এ বিষয়ে উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।  রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত প্রদর্শনীতে বিশে^র নামকরা ডেনিমের ব্র্র্যান্ড, ক্রেতা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে টেকসই পোশাক ইস্যুতে কর্মঅধিবেশন হয়। এসব অধিবেশনে পরিবেশ সম্মত টেকসই পোশাক শিল্পের দায়িত্বশীলতার বিষয়ে বিভিন্ন সুপারিশ করা হয়। 

সর্বশেষ খবর