শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজ্ঞান জাদুঘরে গ্রহ-নক্ষত্র দেখা যাবে আজ

শেকৃবি প্রতিনিধি

ঢাকার আকাশ বর্তমানে মেঘমুক্ত থাকায় আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ বেশ কয়েকটি গ্রহ-নক্ষত্র দেখা যাবে। এ উপলক্ষে জাদুঘর কর্তৃপক্ষ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, আজ সূর্যাস্তের সময় জাদুঘরের টেলিস্কোপের মাধ্যমে সন্ধ্যা ৫টা ১১ মিনিট থেকে শুরু করে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বলয়সহ শনিগ্রহ, চারটি চাঁদসহ বৃহস্পতি গ্রহ, নেবুলা এবং মহাকাশের আরও কিছু নক্ষত্র দেখা যাবে। এ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘নগরজীবনের বন্দিত্ব থেকে শিক্ষার্থীদের বের করে আনতে হবে। বিজ্ঞান জাদুঘরে পরিবেশ বান্ধব সবুজ প্রকৃতি গড়ে তোলা হয়েছে। দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় মুভিবাস ও মহাকাশ পর্যবেক্ষণ বাসের সুবিধাও গড়ে তোলা হয়েছে। বিজ্ঞানভিত্তিক বিনোদনের এ সুযোগ সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর