সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি মামলায় জামিন পাননি সোনালী ব্যাংকের ম্যানেজার নেপাল

নিজস্ব প্রতিবেদক

১২৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার নেপাল চন্দ্র সাহাকে জামিন দেয়নি হাই কোর্ট। তার জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মুনশী মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।  দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া আক্তার পপি। সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন খানজাহান আলী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।

২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়।

মামলায় খুলনা নগরের খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এলাকার সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন, সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও বর্তমানে প্রধান কার্যালয়ের জিএম নেপাল চন্দ্র সাহা, শাখার সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান, জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা শেখ তৈয়াবুর রহমান ও সাবেক ডিজিএম সমীর কুমার দেবনাথকে আসামি করা হয়।

সর্বশেষ খবর