সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোলায় গৃহহীনদের জন্য নৌবাহিনী নির্মিত ৪৬টি ব্যারাক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৪৬টি ব্যারাক গতকাল স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্রবাহিনী বিভাগের তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউসগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি ইউনিট। ইউনিটের প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এতে ২৩০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার মানসম্মত আবাসস্থল পাবে। তজুমুদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম নৌবাহিনী নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নৌবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৩১৫টি পাকা ও টিনশেড ব্যারাক নির্মাণের প্রক্রিয়া চলছে, যা শেষ হলে ১৫৭৫টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।

সর্বশেষ খবর