রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্কুল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় হয়ে গেল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। মোট ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ হাজার ৫৪২টি দাখিল মাদ্রাসা রয়েছে। জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৩১ হাজার ৭২টি ও মাদ্রাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে ছাত্রছাত্রীরা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন। এদের মধ্যে ৬২ লাখ ৫১ হাজার ৬৮৩ জন ছাত্রী। স্টুডেন্ট ক্যাবিনেটে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত করে ছাত্রছাত্রীরা। এদের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শ্রেণিতে পাঁচজন শ্রেণি প্রতিনিধি ও সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হয়। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল খুদে শিক্ষার্থীদের স্কুল ক্যাবিনেট নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা নিজেদের  ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছে। শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা হচ্ছে। তাদের নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, পরমতের প্রতি সহিষ্ণুতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ নিজেদের মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা  দেওয়ার জন্যই স্কুল ক্যাবিনেট নির্বাচন আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর