রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোট সুষ্ঠু করতে ইসিকে উদ্যোগ নিতে হবে

-এ বি এম রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ঢাকা দুই সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর হয় সেজন্য রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহনশীল আচরণ করতে হবে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বানও জানান এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এস এম হাশেমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে  জেনেভা ক্যাম্পে এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাবিনা আক্তারের পক্ষে প্রচারণা চালান। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, কাজী আবুল খায়ের, গোলাম মোস্তাফা, আবদুল বারেক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর