রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুনামগঞ্জে কবি আবদুর রহিমের ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে কবি আবদুর রহিমের ইন্তেকাল

সুনামগঞ্জের শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি মুহাম্মদ আবদুর রহিম (৯৪) আর নেই। গতকাল সকালে শহরের ষোলঘরের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতেন। তাঁর লেখা কাব্যগ্রন্থ চোখের জলে হাসি, প্রবন্ধগ্রন্থ বাংলা ভাষা ও বাংলা শিক্ষকের মর্যাদা এবং কুরআন কুঞ্জিকা পাঠকদের মন জয় করেছিল। এ ছাড়া আরও ছয়টি প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ও প্রবন্ধ সংকলন রয়েছে। বাদ আসর ষোলঘর স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে ষোলঘর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদের বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর