শিরোনাম
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ষাটের দশকের কার্টুনিস্ট তোফা আর নেই

নিজস্ব প্রতিবেদক

ষাটের দশকের কার্টুনিস্ট তোফা আর নেই

ষাটের দশকের শেষ ভাগে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে ‘তোফাটুন’ কার্টুন এঁকে যিনি বঙ্গবন্ধুর সঙ্গে জেল খেটেছিলেন সেই কার্টুনিস্ট শেখ তোফাজ্জেল হোসেন তোফা মারা গেছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাভারের আমিনবাজারে নিজ বাসভবনে তিনি মারা যান। ৭৬ বছর বয়সে চলে যাওয়া তোফা কার্টুন আঁকার পাশাপাশি কবিতা ও ছড়াতেও অবদান রেখেছেন। ২০০৫ পর্যন্ত প্রায় ২৫ বছর একটানা তিনি বাংলাদেশ বেতারে বাংলা খবর পাঠ করেছেন। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ জোহর জানাজা শেষে আমিনবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৬৮ সালের একুশে ফেব্রুয়ারি তার চাঁদা তোলা টাকায় ‘আর্তনাদ’ নামের সংকলনে শেখ তোফাজ্জেল ‘তোফাটুন’  নাম দিয়ে একটি কার্টুন প্রকাশ করেন। সেই কার্টুনে তিনি দেখিয়েছিলেন, একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, আর তার দুধ যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানি শোষণের শিকার বাংলার মানুষ লুফে নিয়েছিল কার্টুনটি। তখন পাকিস্তান সরকার শেখ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছিল। বঙ্গবন্ধুও তখন সেখানে বন্দী ছিলেন।

সর্বশেষ খবর