মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুক্তিযুদ্ধে ড. কামালের ভূমিকা রহস্যজনক ছিল : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ড. কামাল হোসেনের ভূমিকা রহস্যজনক ছিল।

গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি ড. কামাল সম্পর্কে আরও বলেন, ‘একজন সংবিধান প্রণেতা নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন। সরকারের পতন দাবি করতে পারেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা আমরা আশা করিনি। যেহেতু তার জবাব দেওয়ার সুযোগ সংসদে নেই, তাই নিন্দা জানানো ছাড়া আর বেশি কথা বাড়ালাম না।’ মন্ত্রী এ সময় লুই আই কানের নকশা বহির্ভূত যেসব কবর ও স্থাপনা সংসদ ভবন এলাকায় রয়েছে- সেগুলো অপসারণ করার দাবি জানান। তিনি তথাকথিত আলেমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

 তিনি বলেন, ‘দেশে ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা হওয়া উচিত। কিন্তু ধর্মসভার নামে ইসলামবিরোধী  যেসব অপপ্রচার হচ্ছে সেদিকে ধর্মমন্ত্রণালয়কে সজাগ থাকতে হবে। সত্যিকারভাবে যারা এগুলো করছে তাদের তালিকা তৈরি করে সেসব তথাকথিত আলেমধারী ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।’ মন্ত্রী নোবেল পুরস্কারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রচলনের দাবি জানান।

সর্বশেষ খবর