শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফিল্ম থেকে ‘বাংলাদেশ’ শব্দ বাদ দিতে বলল ভারতীয় সেন্সরবোর্ড

দীপক দেবনাথ, কলকাতা

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ওপর তৈরি একটি বিজ্ঞাপন ফিল্মে ব্যবহৃত ‘বাংলাদেশ’ শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ‘সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)। বিজ্ঞাপনটির নির্দেশক চলচ্চিত্রকার সঙ্ঘমিত্রা চৌধুরী। নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে তৈরি করা এই ছবি চলতি বছরের জানুয়ারি মাস থেকেই  টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সেন্সর বোর্ডের তরফে পরিচালককে জানিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞাপনটি থেকে ‘বাংলাদেশ’ শব্দটি হয় বাদ দিতে হবে না হয় ‘পরিবর্তন’ করতে হবে।

সিএএ নিয়ে নিজের হাতে তৈরি চারটি বিজ্ঞাপনের ছাড়পত্র পাওয়ার জন্য গত ২৭ ডিসেম্বর কলকাতার সিবিএফসির আঞ্চলিক কার্যালয়ে আবেদন জানান পরিচালক সঙ্ঘমিত্রা চৌধুরী। একমাস পর সিবিএফসি নোটিস দেয় তাদের নির্দিষ্ট গাইডলাইন মেনেই ওই বিজ্ঞাপন থেকে ওই নির্দিষ্ট অংশটি পরিবর্তন করতে হবে।

এ নিয়ে সিবিএফসির আঞ্চলিক কর্মকর্তা পার্থ ঘোষ জানান, ‘বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাতে কোনো রকম ছেদ না পড়ে, সিবিএফসি সুনিশ্চিত করতে চায়। সে কারণেই আমাদের গাইডলাইন অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর