শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় উষ্মা পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় উষ্মা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ আরও অনেক বেশি শক্তিশালী হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য অনেক স্বার্থের কারণে এটা হচ্ছে না।’ গতকাল রাজধানীতে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) এক অনুষ্ঠানে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের উপস্থিতিতে তিনি এমন মন্তব্য করেন। খবর বিডিনিউজের। রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই শতাব্দীতে এসে আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন!’ মন্ত্রী বলেন, ‘এই মানুষদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশা নেই। তারা বছরের পর বছর নিপীড়নের শিকার হয়ে আসছে। কিন্তু তাদের রাষ্ট্র চাওয়া এবং তাদের চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ এখনো খুবই দুর্বল।’

সম্প্রতি মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাদের মারা যাওয়ার বিষয়টি উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ও নবাগত অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার উপস্থিত ছিলেন। অ্যামচেম সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর