শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসন্ত ও ভালোবাসা দিবস একই দিনে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

প্রতিদিন ডেস্ক

বাংলা বর্ষপঞ্জি সংশোধনের কারণে এ বছর থেকে ফাল্গুন মাসের প্রথম দিন ও ভ্যালেনটাইনস ডে বা ভালোবাসা দিবস একই দিনে পড়েছে। এতদিন ফেব্রুয়ারির ১৩ তারিখ ফাল্গুন মাসের প্রথম দিন পালিত হতো। আর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় ভ্যালেনটাইনস ডে বা ভালোবাসা দিবস। তবে গতকাল দুটি দিবসই বাংলাদেশে একই দিন পালিত হয়েছে। একই দিন দুই উৎসব হওয়ায় ফুল ও তৈরি পোশাক ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খবর, বিবিসি বাংলা। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকার একজন নারী বলেন, ‘এক দিনে সুবিধা হয়- আমরা একবারে বের হয়ে দুটো অনুষ্ঠান দেখে যেতে পারি। আমাদের আরও অনেক কাজ থাকে, দুই দিনে হলে একটা মিস করতে হয়।’

আরেক নারী বলেন, ‘দুটো অনুষ্ঠান থাকলে খারাপ হয় না। নেগেটিভভাবে দেখার কিছু নেই।’ তবে ফ্যাশন হাউস দেশাল বলছে, এবার একই দিন দুই উৎসবে তাদের লোকসানের মধ্যে পড়তে হয়েছে। ঢাকার অন্যতম পাইকারি ফুলের বাজার শাহবাগের একাধিক ফুল বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিনে দেড় লাখ টাকার লোকসান দিচ্ছেন। ফুল ব্যবসায়ী ফালু মিয়া বলছিলেন, ‘ফাল্গুনের দিন এক লাখ আর ভালোবাসা দিবসে দেড় লাখ, মোট আড়াই লাখ টাকার ফুল বেচি আমরা এখানকার সব ফুল ব্যবসায়ী। এবার দেড় লাখ টাকা নাই। ফানুস নামের একটা ফ্যাশন হাউজের রুবেল হাসান বলেন, ফাল্গুন এবং ভ্যালেনটাইনস ডে উপলক্ষে তারা ভিন্ন ভিন্ন ডিজাইন এনেছিল। কিন্তু একদিনে হওয়াতে ক্রেতারা বিভ্রান্ত। তারা কী ধরনের পোশাক পরবেন। যার খেসারত দিতে হয়েছে পোশাক ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের লাভ-লোকসান যেটাই হোক না কেন উদ্যাপনকারীদের কাছে যে খুব একটা তফাত হচ্ছে তা তারা মনে করছেন না।

সর্বশেষ খবর