জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই স্বৈরশাসনের বিদায় জরুরি। তিনি বলেন, জনগণের রক্তে অর্জিত রাষ্ট্রের সুবর্ণজয়ন্তী পালিত হবে জনগণের সরকার দ্বারা। স্বাধীনতার পরও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ না করার জন্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দায়ী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেএসডির সাবেক সভাপতি নূরে আলম জিকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি এস এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। আ স ম আবদুর রব বলেন, বিগত সব সরকার শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রাধান্য দিয়েছে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করার কোনো উদ্যোগ নেয়নি। ফলে রাষ্ট্রকে ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ অংশীদারিত্বের গণতন্ত্র। তিনি বলেন, জিকু ১৯৬২ সালে সিরাজুল আলম খানের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে স্বাধীকার ও স্বাধীনতার প্রশ্নে অবিচল ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র ব্যবস্থাপনা প্রর্বতনের লক্ষ্য নিয়ে গড়া রাজনৈতিক দল জেএসডি গঠনে তাঁর ছিল অনন্য ভূমিকা। নূরে আলম জিকু বেঁচে থাকলে আজ অংশীদারিত্বের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অনেক জোরদার হতো।
শিরোনাম
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা