জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই স্বৈরশাসনের বিদায় জরুরি। তিনি বলেন, জনগণের রক্তে অর্জিত রাষ্ট্রের সুবর্ণজয়ন্তী পালিত হবে জনগণের সরকার দ্বারা। স্বাধীনতার পরও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ না করার জন্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দায়ী। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেএসডির সাবেক সভাপতি নূরে আলম জিকুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি এস এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। আ স ম আবদুর রব বলেন, বিগত সব সরকার শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে রাখা প্রাধান্য দিয়েছে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করার কোনো উদ্যোগ নেয়নি। ফলে রাষ্ট্রকে ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ অংশীদারিত্বের গণতন্ত্র। তিনি বলেন, জিকু ১৯৬২ সালে সিরাজুল আলম খানের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে স্বাধীকার ও স্বাধীনতার প্রশ্নে অবিচল ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র ব্যবস্থাপনা প্রর্বতনের লক্ষ্য নিয়ে গড়া রাজনৈতিক দল জেএসডি গঠনে তাঁর ছিল অনন্য ভূমিকা। নূরে আলম জিকু বেঁচে থাকলে আজ অংশীদারিত্বের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অনেক জোরদার হতো।
শিরোনাম
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার