শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাবি বাংলা বিভাগের অ্যালামনাই সম্মিলন

রাবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন শুরু হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবির সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। পরে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল আবদুল্লাহ, সাধারণ সম্পাদক ও বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম প্রমুখ। পরে গবেষণা ক্যাটাগরিতে মোল্লা এবাদত হোসেন স্মৃতি পদক পুরস্কার পান আবু বকর সিদ্দিক এবং সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার পান বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার সিরাজুল হক (মরণোত্তর)। এ ছাড়াও বিভাগের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মহাকবি মধুসূদন দত্ত পুরস্কার প্রাপ্ত কবি অনীক মাহমুদ এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক স্বরোচিষ সরকার ও অধ্যাপক রতন সিদ্দিকীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়।

সম্মিলনের অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, আড্ডা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

সর্বশেষ খবর