বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুলের মা বেগম হাছনা হান্নান (৭৪) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল দুপুর পৌনে ১ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ প্রতিদিন পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বেগম হাছনা হান্নান দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাদ এশা জানাজা শেষে মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের পদিনাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।