বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়

বিভাগে বিজয় দিবস উদযাপন

প্রতিদিন ডেস্ক

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গতকাল সারা দেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর- চট্টগ্রাম: সকাল ৮টায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিপি আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। রাজশাহী : বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। পতাকা হাতে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সিলেট : সকালে শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশন, নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, খন্দকার মুক্তাদির ও মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির পৃথক গ্রুপের নেতা-কর্মীরা বিজয় র‌্যালি করে শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল : সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। ময়মনসিংহ : নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এরপর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা ফুলেল শ্রদ্ধা জানান।

সর্বশেষ খবর