রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তক্ষকসহ সাত পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম থেকে একটি তক্ষকসহ সাত পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজার সহযোগিতায় দারুস সালামের মাজার রোড এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারের পর আবদুল্লাহ আল মামুনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মো. সজিব, সাইফুল ইসলাম, ইউসুফ, শাহাবুদ্দিন, আনিসুর রহমান ও জাকির হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা থেকে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশে চড়া দামে বিক্রি করে আসছিলেন।

গতকাল উদ্ধার করা তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মিরপুর-১ এ জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়।

সর্বশেষ খবর