শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আর্তমানবতার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সুবিধাবঞ্চিত মানুষ ও আর্তমানবতার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। এ জন্য মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবারের সাজ্জাদনশিন শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানি। তিনি বলেন, দেশে এখনো অসংখ্য গরিব দুস্থ মানুষ রয়েছে যারা টাকার অভাবে ন্যূনতম চিকিৎসাসেবা পায় না। গতকাল দিনব্যাপী দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্ল্যাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও খতনা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে এবং আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া, মইনিয়া যুব ফোরাম ও মইনিয়া সাইফিয়া ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার রহমানিয়া মইনিয়া মাদরাসায় ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানি, সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মেসবাহ উদ্দিন সওকত, ডা. সায়মা, ডা. আনজুমান আরা ছবুর, ডা. মাহফুজুল হক, ডা. মুহাম্মদ নূরুল আনোয়ার হিরণ।

সর্বশেষ খবর