সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

কার্টুনিস্ট কিশোরের অভিযোগ পিবিআইকে তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর কাকরাইলের বাসা থেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানোর অভিযোগে হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট কিশোরের মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা, মেডিসিন এবং অর্থোপেডিকস বিভাগের প্রধানদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ওই কমিটিকে ২৪ কর্মঘণ্টার মধ্যে কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ১০ মার্চ একই আদালতে বাদী হয়ে মামলা করেন কিশোর। মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৫ মে রাজধানীর রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয় কার্টুনিস্ট কিশোরকে। কিন্তু তারও তিন দিন আগে ২ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাধারণ পোশাকের ১৬-১৭ জন লোক কাকরাইলের বাসা থেকে তাকে জোর করে হাতকড়া ও মুখে মুখোশ পরিয়ে অজ্ঞাত এক নির্জন জায়গায় নিয়ে যায়। ওই তিন দিন কিশোরকে সেখানে নির্যাতন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর