সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি

সুন্দরবন সুরক্ষাসহ খুলনার সার্বিক উন্নয়ন প্রয়াস তত্ত্বাবধানের লক্ষ্যে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা।  পাশাপাশি তারা খুলনার জলবায়ু পরিবর্তনের কারণে জলজ লবণাক্ততা বৃদ্ধিতে জনস্বাস্থ্য, সুন্দরবনের প্রাণী ও বসতির প্রতি সৃষ্ট হুমকি থেকে রক্ষায় ইকো ফ্রেন্ডলি কার্যক্রম গ্রহণ এবং নতুন শিল্প সম্ভাবনার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফরম জুমে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সভাপতি সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও আবদুস সালাম মুর্শেদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, খুলনা  জেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. হারুনুর রশীদ, এবং বাগেরহাট জেলা পরিষদর চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর