সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

চা উৎপাদনের লক্ষ্য ১৪ কোটি কেজি

-বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে ১৪ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চা শিল্পের  রোডম্যাপ বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী বলেন, দেশে চা উৎপাদন  বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে চাহিদা। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা তেমন রপ্তানি করা যাচ্ছে না। গতকাল রাজধানীতে ‘বাংলাদেশের চা শিল্প : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘প্রথম জাতীয় চা দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে জুম প্লার্টফরমে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড। মন্ত্রী বলেন, ২০২৫ সালে চায়ের সম্ভাব্য অভ্যন্তরীণ চাহিদা হবে ১২ কোটি ৯০ লাখ কেজি। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে  অতিরিক্ত ১ কোটি ১০ লাখ কেজি চা রপ্তানি করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এনডিসি, পিএসসি।

সর্বশেষ খবর