শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা
কয়লা বিদ্যুৎ

জাপানি বিনিয়োগ বন্ধের দাবি তরুণ জলবায়ুকর্মীদের

নিজস্ব প্রতিবেদক

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রসহ জীবাশ্ম জ্বালানি খাতে সব ধরনের জাপানি বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন দেশের তরুণ জলবায়ুকর্মীরা। পৃথিবীর সবচেয়ে ধনী সাতটি দেশের ফোরাম জি-৭ এর শীর্ষ সম্মেলন সামনে রেখে তারা এ দাবি জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট ও ইয়ুথ ফর ক্লাইমেট জাস্টিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে জলবায়ুকর্মীরা জানান, অবিলম্বে মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ কেন্দ্র (প্রথম পর্যায়) নির্মাণ স্থগিত করে যে পর্যন্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে তার ওপর তরল হাইড্রোজেনের মতো কম দূষণকারী জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। এই কয়লাবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এখনই বাতিল করে সৌর বা বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে হবে। জীবাশ্ম জ্বালানি খাতে সব ধরনের জাপানি বিনিয়োগ বন্ধ করতে হবে। স্থানীয় ক্ষতিগ্রস্ত জনসাধারণের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর