মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

৫০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে চাই : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী অর্থবছরে আমরা ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করতে চাই। এ জন্য দেশের রপ্তানিকারকদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান ব্যবসাবান্ধব সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ব্যবসা-বাণিজ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আসবে। তা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআইর নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর