বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

১৪ জুলাই পর্যন্ত সব আদালত সীমিত পরিসরে

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রাদুর্ভাব কমাতে চলমান লকডাউনের মধ্যে আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব আদালত সীমিত পরিসরে চলবে। গতকাল রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে এ সংক্রান্ত পৃথক তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে গত ৩০ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেসব বিজ্ঞপ্তির  মেয়াদ গতকাল শেষ হওয়ায় মেয়াদ বৃদ্ধি করে এসব বিজ্ঞপ্তি জারি করা হয়।

৩০ জুন জারি করা বিজ্ঞপ্তিতে কঠোর বিধিনিষেধের মধ্যে বিচারকাজ পরিচালনার জন্য হাই কোর্টের তিনটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে আপিল বিভাগের বিচারকাজ চলবে। ওইদিন অধস্তন আদালতে সাংবিধানিক বাধ্যবাধকতায় শুধু ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয় আরেক বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর