শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

চলে গেলেন বিইআরসির সাবেক চেয়ারম্যান এ আর খান

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন বিইআরসির সাবেক চেয়ারম্যান এ আর খান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব খান (এ আর খান) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকাল পৌনে ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তার নিকটাত্মীয় সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছিলেন। এরপর বার্ধক্যজনিত জটিলতায় ফের হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল। সাবেক সচিব এ আর খান ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। সাবেক এই বিসিএস কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করেন। বিইআরসিতে যোগ দেওয়ার আগে তিনি বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব       পালন করেন।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

এ আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা এ আর খানের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান মানুষকে হারাল। এ ক্ষতি পূরণীয় নয়। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, প্রার্থনা করছি যাতে এ শোক সবাই কাটিয়ে উঠতে পারেন। তাঁর মৃত্যুতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও গভীর শোক জানিয়েছেন।

সর্বশেষ খবর