শিরোনাম
রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গ্রেনেড হামলায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘২১ আগস্ট গ্রেনেড হামলার প্ল্যানার ও মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। তাই রাষ্ট্রপক্ষের উচিত, উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করে মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না।’ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে গতকাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নোমান আল মাহমুদ, শফিক আদনান, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, হাজী মো. হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, বখতেয়ার উদ্দিন খান, হাজী বেলাল আহমেদ, ফিরোজ আহমেদ, সাহাব উদ্দিন আহমেদ, আবদুল মান্নান ও আসিফ খান।

সর্বশেষ খবর