বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
বগুড়ায় সহকারী হাইকমিশনার

সবার আগে বাংলাদেশকে টিকা দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভারতে করোনা সংক্রমণ একেবারে নির্মূল হয়নি। তবে নিয়ন্ত্রণে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ভারত সবার আগে বাংলাদেশকে করোনার টিকা দেবে। গতকাল দুপুরে শেরপুরে পৌর শহরের ঘোষপাড়ায় টাউন বারোয়ারি রাধা গোবিন্দ মন্দির ও শারদীয় দুর্গা পূজামন্ডপ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এখানে এটি বিরাজমান। তাই হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন। যার যে ধর্ম তা নির্বিঘ্নে পালন করেন। এতে কারও কিছুই বলার নেই। যার নজির বর্তমানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। এর পরেই মুসলিম সম্প্রদায়ের ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। সম্প্রীতির এই বন্ধন অব্যাহত থাকবে- এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বৈশি^ক মহামারী করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক আবদুল্লাহ আল মামুন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুর রহমান, বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক অমৃত লাল সাহা প্রমুখ।

সর্বশেষ খবর