সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
গ্রামবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে রাজারবাগী পীরের বিরুদ্ধে নানা অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রাজারবাগ পীর ও তার মুরিদদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন চকরিয়ার ফাঁসিয়াখালী অচিতার বিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সংশ্লিষ্টরা। তারা গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে বায়োবৃদ্ধ জিন্নাত আলী অভিযোগ করে বলেন, ‘রাজারবাগী পীরের অনুসারী চকরিয়ার ডুলাহাজারা মোসলেম উদ্দিন, মুজিবুল হক, বশির, বনফুর বাজারের লুতফুর রহমান, মাস্টার বদরুদ্দোজা প্রমুখরা জাল দলিল সৃষ্টি করে জমি দখল থেকে শুরু করে গ্রামবাসীর ওপর নানাভাবে দমন-পীড়ন। এই সঙ্গে স্থানীয় চেয়ারম্যান  গিয়াস উদ্দিন ও রাজারবাগী পীরের সহচর আনিচুর রহমান উচিতার বিল মৌজায় প্রায় ২০০ থেকে ৩০০ পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে ১৫০ একর জমি দখল করে রেখেছেন।’ সাংবাদিক সম্মেলনে রাজারবাগী পীর এবং তার মুরিদদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার জন্য সরকারের কাছে আবেদন জানান। সংবাদ সম্মেলনে অচিতার বিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও উপকূলীয় কৃষি সমবায় সমিতি লিমিটেডের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর