শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের লেনদেন ছাড়াল ১৫০০ কোটি

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেন হয়েছে দেড় হাজার কোটি টাকার ওপরে। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিন বুধবারের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে ওঠে আসে। এখানে লেনদেনে অংশ নেওয়া ১১৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৮টির। আর ৫০টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকা। যা ১৯ অক্টোবরের পর সর্বোচ্চ। সেদিন ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছিল। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৩৪২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৬ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর ওঠে ১৮৫ টাকা। বেচাকেনায় দ্বিতীয় স্থানে জিনেক্স ইনফোসিস, তৃতীয় স্থানে ওরিয়ন ফার্মা রয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট।

বাজারটিতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৬টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর