বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল জরিমানা রেখে বিল

নিজস্ব প্রতিবেদক

সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্যে ‘সরকারি ঋণ বিল, ২০২১’ সংসদে উত্থাপিত হয়েছে। বিলে টেকসই ঋণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন, ঋণ কৌশলপত্র তৈরি, ঋণের ঝুঁকি নিরূপণ এবং সরকারের দায়ের হিসাবকে আরও প্রসারিত করতে নতুন আইনের বিলে ৪০টি ধারা রয়েছে। একই সঙ্গে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় সঞ্চয়পত্রসহ আরও যা কিছু আছে এমন ইস্যু করা সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ছয় মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের ১৫তম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন। পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি ঋণ আইন, ২০২১’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

বিলটি উত্থাপনে আপত্তি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে পরে কণ্ঠ ভোটে সে আপত্তি বাতিল হয়ে যায়।

সর্বশেষ খবর