মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খেলাফত প্রতিষ্ঠা হলে সব জুলুমের অবসান ঘটবে

-মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, খেলাফত শাসনব্যবস্থা না থাকায় দেশে খুন, নারী নির্যাতন, ধর্ষণ, দুর্নীতি, জুলুম-নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশে বাহ্যিক উন্নয়নের অন্তরালে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে। মিথ্যা মামলায় আলেম-ওলামাদের বন্দী করে রাখা হয়েছে। ইনসাফের আদালতকে জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। খেলাফত প্রতিষ্ঠা হলে সব জুলুমের অবসান ঘটবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের নাগরিক অধিকার নিশ্চিত হবে। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কালেমা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিনিধি সম্মেলনে সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন- মাওলানা ফারুক আহমাদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আকরাম আলী ফরিদপুরী, মাওলানা আবদুর রহমান খান তালুকদার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুল মান্নান, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, হাজী জালাল উদ্দিন বকুল প্রমুখ।

মুফতি সুলতান মহিউদ্দিন, আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, এডভোকেট লিটন চৌধুরী, মুফতি আবদুল আজীজ চট্টগ্রাম, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা সানাউল্লাহ, ডা. নিয়ামত আলী ফকীর, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, অ্যাডভোকেট আবদুল আজীজ মোমেনশাহী, মাওলানা শেখ নাসির উদ্দিন প্রমুখ। 

সর্বশেষ খবর