মাগুরার মহম্মদপুরে সামাজিক বিরোধ নিয়ে জিল্লুর রহমান (৪০) নামে এক যুবকের চোখ ভোমর দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সকালে উপজেলার চরবড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান উপজেলার চরবড়রিয়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে। জিল্লুর রহমানের ভাই মাসুদ হোসেন অভিযোগ করে বলেন, তার ভাই জিল্লুর রহমান একজন সহকারী দলিল লেখক। সোমবার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মহম্মদপুর সদরে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ নান্নু শেখ ও তার লোকজন অতর্কিত জিল্লুরের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা ভোমর দিয়ে তার বাম চোখ কয়েকবার খুঁচিয়ে দেয়। পরে জিল্লুর রহমানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। জিল্লুরকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা জানান, সামাজিক দ্বন্দ্ব নিয়ে স্থানীয় নান্নু শেখের সঙ্গে জিল্লুর রহমানের বেশকিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসরিন আখতার জানান, জিল্লুর রহমানের বাম চোখের গভীরে সুচালো বস্তুর আঘাতে গুরুতর ক্ষত হয়েছে।
যাতে চোখের মনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন বলেন, ‘আঘাত গুরুতর হওয়ায় চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে চক্ষু বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন’। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।