শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজানে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিখন ঘাটতি পূরণে রমজান মাসেও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চলবে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এই পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল পাঠদান কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত সময়সূচি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সূচিতে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতি শিফটে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ও দিবা শিফটে সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্ব স্ব রুটিন প্রণয়ন করবে।

 

সর্বশেষ খবর