শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর

কূটনৈতিক প্রতিবেদক

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ট্রেন চলাচল আবার শুরু হচ্ছে আগামী ২৯ মে। ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল জানিয়েছে, ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে ২৯ মে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। ভারতীয় হাইকমিশন আরও জানিয়েছে, নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস চলবে ১ জুন থেকে। এ দিন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।

সর্বশেষ খবর