মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

ঢামেকের ইনজেকশন পাচারের সময় কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সরকারি ইনজেকশন পাচারের সময় এক কর্মচারী আটক হয়েছেন। তার নাম ইসমাইল হোসেন (৩৪)। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন সেকশনের দায়িত্বে ছিলেন।

গতকাল দুপুরে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে র‌্যাবের গোয়েন্দার হাতে আটক হন তিনি। ঢামেকসূত্র জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ২০০ পিস নেলবান ইনজেকশন উদ্ধার করা হয়। এর মূল্য ১৫-২০ হাজার টাকা। তাকে আটক করে প্রথমে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে নেওয়া হয়। পরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় ইসমাইলের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। জানা গেছে, ইসমাইল হোসেন ঢামেক হাসপাতালে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। বাবার নাম আবদুল কুদ্দুস মোল্লা।

সর্বশেষ খবর