বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নির্বাচন কমিশন নতুন ইভিএম কেনার জন্য যে সাড়ে ৮ হাজার কোটি টাকারও বেশি বাজেট দিয়েছে তা অগ্রহণযোগ্য। প্রথমত, অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে সংলাপ হয়েছে সেখানে ইভিএমের বিপক্ষে মত ছিল সংখ্যাগরিষ্ঠ। দ্বিতীয়ত, এই মন্দার সময়ে এত বিশাল অঙ্কের বাজেট পাস হলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।

তাই ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ, আলী কাসেমী, অধ্যাপক ড. আবদুল হালিম, জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।

 

সর্বশেষ খবর