শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাইকেলের চেন দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, আন্তবিভাগ ফুটবল খেলায় গোল নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে পিটিয়ে নাক-মুখ ফাটিয়ে দিয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

আহতরা হলেন- আবদুর রাকিব (তৃতীয় বর্ষ) ও বায়েজিদ (দ্বিতীয় বর্ষ)। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘খেলা নিয়ে ঝামেলা শুরু হলে আমরা চার-পাঁচ জন স্টেডিয়ামের মূল ফটকে খেলোয়াড়দের রিসিভ করতে যাই। তখন “তোরা এখানে কেন” বলে ফারসি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সোহরাওয়ার্দী হল সহসভাপতি শাখাওয়াত হোসেন শাকিলের নেতৃত্বে ২০-২৫ জন সাইকেলের চেন দিয়ে আমাদের ওপর হামলা করেন।’

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফ উজ জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বসব।’

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ওসমান গনি বলেন, ‘ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাই আগে লাঠি নিয়ে এসেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক বলেন, ‘তারা এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘মারামারির বিষয়টি সমাধান করে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ খবর