শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ছাঁটাইয়ের জের

টেক্সটাইল শ্রমিকদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিককে ছাঁটাই করার জের ধরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের রূপাতলী এলাকায় প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শ্রমিক খুকু মনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দুজন শ্রমিক দুদিন কাজে অনুপস্থিত ছিলেন। গতকাল সকালে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ তাদের ছাঁটাইয়ের কথা জানিয়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা ফ্যাক্টরির মূল ফটকে অবস্থান নেন। তখন মালিক পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে শ্রমিকদের উপর হামলা চালায়। এতে খুকু মনি, শারমিন, আঁখি, মুরাদ ও আবুল কালামসহ ৬ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টার দিকে কারখানার অন্য শ্রমিকরা রূপাতলী এলাকা সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এতে সংহতি প্রকাশ করে শ্রমিকদের অবরোধে যোগ দেন জেলা বাসদ সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা। বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন জানান, শ্রমিকদের অবরোধের কারণে রূপাতলী এলাকায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন কুয়াকাটাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ডা. মনিষা চক্রবর্তী জানান, প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর মালিক কর্তৃপক্ষ ছাঁটাই করা দুই শ্রমিককে পুনর্বহাল এবং হামলাকারী শ্রমিকদের ছাঁটাইয়ের মৌখিক ঘোষণা দেওয়ার পর আন্দোলকারী শ্রমিকরা অবরোধ তুলে নেন।

আগামী শনিবারের মধ্যে এ ঘটনার যথাযথ বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর