সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
আলোচনায় অর্থনীতিবিদরা

বিপৎসীমায় বাণিজ্য ঘাটতি

প্রতিদিন ডেস্ক

অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপৎসীমায় আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৫ শতাংশ বাণিজ্য ঘাটতি, যা বিপৎসীমায়। ক্রমবর্ধমান এই বাণিজ্য ঘাটতি যদি জিডিপির ৪ শতাংশ হয়, তাহলে শিগগিরই অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। গতকাল রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত ‘রিয়েলাইজিং ডেভেলপমেন্ট এসপিয়েরেশন উইথ ডমেস্টিক  রিসোর্স মোবিলাইজেশন এডমিট ম্যাক্রো ইকোনোমিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এমন আশঙ্কা ব্যক্ত করেন ওই বেসরকারি গবেষণা সংস্থাটির চেয়ারম্যান জাহেদী সাত্তার। মূলত আমদানি ব্যয়ের  চেয়ে রপ্তানি আয় কম হলে যে কোনো দেশের অর্থনীতিতে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

সর্বশেষ খবর