বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সিলেটে হেফাজতের দুই দিনের ইজতেমা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আজ শুরু হচ্ছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’ আয়োজিত দুই দিনব্যাপী ইজতেমা। সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমার পারাইরচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে হচ্ছে এ ইজতেমা। বাদ ফজর প্রথম অধিবেশনে আঞ্জুমানের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে উদ্বোধনী বয়ান করবেন সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী। তারপর কয়েকটি অধিবেশনে দেশি-বিদেশি বরেণ্য ওলামা-মাশায়েখ বয়ান করবেন। গতকাল সরেজমিন ইজতেমার মাঠ ঘুরে দেখা যায়, সকালেই হাজারো মুসল্লি অবস্থান নিয়েছেন। এদিকে, এ ইজতেমা নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের ইজতেমার তারিখ পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। এতে আঞ্জুমান নেতারা হতাশ ও ক্ষুব্ধ হন। তারা মঙ্গলবার রাতে বৈঠক করে ইজতেমা সময়মতো বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় সংগঠনের নেতারা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর