শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তমের দাফন গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তাঁর দ্বিতীয় জানাজা বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় শামসুল আলম বীর উত্তমের। বীর মুক্তিযোদ্ধার সম্মানার্থে বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক বিভিন্ন বিমানের ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয় ।

এবং আকাশ হতে বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ড ও তাঁর গ্রামের বাড়িতে লিফলেট বিতরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধ কিলো ফ্লাইট নামে গঠিত হয় বাংলাদেশ বিমানবাহিনী। কিলো ফ্লাইটের অকুতোভয় এ বৈমানিক মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর