বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুনামগঞ্জে ফাঁদ পেতে মেছো বাঘের শাবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফাঁদ পেতে একটি মেছো বাঘের  শাবক আটক করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার কেশবপুর এলাকায় শাবকটিকে ধরা হয়। বিকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটি হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে পৌরসভার কেশবপুর গ্রামে গীতিকবি রাধারমণ দত্তের বাড়িতে বসবাসকারী নন্দলাল দাসের হাঁস-মুরগির ঘরে মেছো বাঘের শাবকটি ঢুকে পড়ে।

নন্দলাল সেখানে গেলে তাকে কামড়ে দিয়ে শাবকটি পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে শনিবার বাড়িতে আসেন। পরে শাবকটি ধরতে ফাঁদ পেতে রাখেন। গতকাল ভোরে শাবকটি ফাঁদে আটকা পড়ে।

নন্দলাল দাস বলেন, মুরগির ঘরে ঢোকার পর শিয়াল মনে করে মেছো বাঘের শাবকটি তাড়াতে গিয়েছিলাম। সেটি আমাকে কামড়ে জখম করে। পরে শাবকটি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, চিতা বাঘ মনে করে মেছো বাঘের শাবকটি নিয়ে আতঙ্কে ছিলেন গ্রামের মানুষ। পরে ফাঁদ পেতে এটি ধরার পর মানুষের মাঝে স্বস্তি এসেছে। কেউ কেউ এটি মেরে ফেলতে চাইলেও গ্রামের লোকজন শাবকটি বন বিভাগে হস্তান্তর করেন।

সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী বলেন, মেছো বাঘের শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী। শাবকটি বনে অবমুক্ত করা হবে।

সর্বশেষ খবর