মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশি নির্যাতনের অভিযোগে সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে এ আবেদন করেন সৈয়দ মো. মোস্তাকিম। বাদীর আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, পাঁচলাইশ থানা হেফাজতে মোস্তাকিমকে নির্যাতনের অভিযোগে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজের বিরুদ্ধে হেফাজত নিবারণ আইনে মামলার আবেদন করা হয়েছে। আবেদনটি আদেশের অপেক্ষায় আছে। অভিযোগে বলা হয়, মোস্তাকিম তার মাকে ৭ বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ অন্যান্য রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। ১০ জানুয়ারি তারা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। এ সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হন। পরবর্তীতে তাকে থানায় নিয়ে মারধর ও নির্যাতন করা হয়। এরপর থানায় মারধরের বিষয়টি ফাঁস করলে মোস্তাকিমকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর কিডনি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে রোগীর স্বজনরা আন্দোলন করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ ঘটনায় মোস্তাকিমের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

 

 

সর্বশেষ খবর