মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিধ্বস্ত ঘড়বাড়ি আর আহত মানুষের সংখ্যা অগণিত। এ মহাবিপর্যয়ে বিশ্ববাসীকে সামর্থ্য অনুয়ায়ী আর্তমানবতার পাশে দাঁড়াতে হবে। গতকাল বারিধারায় তুরস্কের ত্রাণ সমন্বয় (টিকা) অফিসে খেলাফত মজলিসের পক্ষে থেকে ভূমিকম্প দুর্গতদের জন্য উপহারসামগ্রী হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল কম্বল, জ্যাকেট ও সোয়েটার। খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আবদুল জলিল, মাওলানা ফারুক আহমদ প্রমুখ। এ সময় ভূমিকম্পে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ আলী কাসেমী।

সর্বশেষ খবর