কেরানীগঞ্জের স্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে শিশুশ্রম নিরসনকল্পে সরকার অনুমোদিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল রাজধানীর বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএলএএফের চেয়ারম্যান আবদুস সালাম খান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহমুদুল হাসান খান। এতে জানানো হয় কেরানীগঞ্জে প্রায় সাড়ে ৭ হাজার পোশাক কারখানায় অন্তত ৩ লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে শিশু শ্রমিক রয়েছে ১ লাখ ৪০ হাজার। যাদের মাসিক বেতন ৫ থেকে ১৬ হাজার টাকা। তারা ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সংগঠনের মহাসচিব জেডএম কামরুল হাসান। সব কারখানায় সরকার অনুমোদিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী মহাপরিচালক ডা. দীপা দত্ত। সভায় ২৫টি গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।